পরীক্ষার্থীদের থেকে অপ্রয়োজনীয় সার্টিফিকেট সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)। এর পরিবর্তে পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে নির্ধারিত ফরম তৈরির কাজ চলছে। ৬ মার্চ ২০২৩ PSC ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান কমিশন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। বিসিএস পরীক্ষার্থীদের থেকে অনেক ধরনের অপ্রয়োজনীয় সার্টিফিকেট নেওয়া হয়ে থাকে। নাগরিকত্ব সনদের সত্যায়িত কপিকে অপ্রয়োজনীয় উল্লেখ করে তিনি বলেন, যেখানে জাতীয় পরিচয়পত্র রয়েছে, সেখানে কমিশনারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। এমন অনেক তথ্য জাতীয় পরিচয়পত্র থেকে পাওয়া যায়। ফলে অপ্রয়োজনীয় এসব তথ্যের জন্য আলাদাভাবে কোনো কাগজ চাওয়া হবে না।
