জাহিদ মাহমুদ

জাহিদ মাহমুদ
নির্বাহী সম্পাদক, গ্লোবাল অ্যাফেয়ার্স
জন্ম ১ জুলাই ১৯৭১। ঢাকার উপকন্ঠে দনিয়া এ. কে. উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৬ সালে মাধ্যমিক এবং ১৯৮৮ সালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর স্নাতক ও স্নাতকোত্তর করেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। স্কুল জীবনে সাহিত্য, খেলাধুলা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ নিতেন। সেই ধারাবাহিকতায় কলেজ-বিশ্ববিদ্যালয় জীবনে লেখালেখির জগতে প্রবেশ। পড়ালেখা শেষে তাই ভালবাসা থেকেই প্রকাশনা জগতে জড়িয়ে পড়েন। ১৯৯৬ সালে তৎকালীন শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান ‘বই প্রকাশনী’তে যোগ দেন। এরপর নিজেকে শাণিত করে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেন দেশের প্রথম সাধারণ জ্ঞান বিষয়ক মাসিক সাময়িকী প্রফেসর’স কারেন্ট অ্যাফেয়ার্সে। দীর্ঘ দুই যুগেরও অধিক সময় ধরে তার নিরলস প্রচেষ্টা ও নিবিড় পরিচর্যার মাধ্যমে পত্রিকাটি দেশের শীর্ষস্থানীয় সাময়িকী হিসেবে প্রতিষ্ঠা পায়। সর্বশেষ ২০২২ সালে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে যোগ দেন বর্তমানে প্রকাশনা জগতে নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠান লেকচার পাবলিকেশন্স লি.-এ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক মহোদয়ের নির্দেশনা ও পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জ হিসেবে দায়িত্ব নেন গ্লোবাল অ্যাফেয়ার্স নামের মাসিক পত্রিকা সম্পাদনার।
ই-মেইল : jahid@lecturebd.info
মোবাইল : ০১৯৩৯-৯১৯৩৪৮