Global Affairs

প্রধান উপদেষ্টা আলাহাজ মো. শহিদুল ইসলাম

আলহাজ্ব মো. শহিদুল ইসলাম
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
লেকচার পাবলিকেশন্স লি. ও নিউটন পাবলিকেশন্স
প্রধান উপদেষ্টা
গ্লোবাল অ্যাফেয়ার্স ও কিন্ডারবুকস্


৩১ ডিসেম্বর ১৯৫৯ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইছাপুর গ্রামের ‘বড় বাড়ী’ খ্যাত এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আব্দুল করিম ও মাতা রাহেলা খাতুন। পাঁচ ভাই দুই বোনের মধ্যে দ্বিতীয় সন্তান মেধাবী মো. শহিদুল ইসলামের শিক্ষার হাতেখড়ি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে। এরপর গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা ১৯৭৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে বেশ কয়েকটি বিষয়ে লেটার মার্কসসহ কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পারিবারিক ও আর্থিক টানাপোড়েনের মধ্যেও উচ্চ শিক্ষা অর্জনে রাজধানী ঢাকায় এসে পড়াশোনার পাশাপাশি গৃহশিক্ষকতা ও পরবর্তীতে স্কুল শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন তিনি । অতঃপর ১৯৭৭ সালে উচ্চ মাধ্যমিক ও ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পিউর সাইন্সে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এ সময় শিক্ষকতা পেশায় তিনি পূর্ণ মনোনিবেশন করেন এবং পাশাপাশি পুস্তক ব্যবসায়ের সাথে জড়িয়ে পড়েন। শিক্ষকতা পেশায় জড়িত থাকার সময় তিনি খুব কাছ থেকে ছাত্র-ছাত্রীদের দেখেন এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে দুর্বলতাগুলো অবলোকন করেন। এমতাবস্থায় মানসম্পন্ন বইয়ের অভাব তাকে নতুন কিছু করতে তাড়িত করে। সেই তাড়না থেকেই তিনি ক্লাসের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দেওয়া লেকচারকে শীট আকারে রূপ দিয়ে তা বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করতে থাকেন। অল্প সময়ের মধ্যেই তার এ সৃজনশীলতা ও সৃষ্টিশীলতা পাঠক ও অভিভাবক মহলে বেশ সমাদৃত হয়। ব্যাপক পাঠকপ্রিয়তায় জনাব শহিদুল ইসলাম তখন একে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অভিপ্রায়ে নিশ্চিত সাফল্যের স্লোগান নিয়ে প্রতিষ্ঠা করেন Sure Success  নামের প্রকাশনা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এরপর তিনি প্রতিষ্ঠা করেন তার স্বপ্নের প্রকাশনা প্রতিষ্ঠান Lecture Publications Ltd.।
আজকে বাংলাদেশের শুধু শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানই নয়, শিক্ষিত জাতি গঠনে পুরো প্রকাশনা ব্যবসায়ের সিংহভাগের অংশীদার লেকচার পাবলিকেশন্স লি.। তার দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দেশি-বিদেশি পদক ও সনদ লাভ করেছে। উক্ত দুটি প্রতিষ্ঠানের চরম উৎকর্ষতায় বিজ্ঞানের ছাত্র হিসেবে বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী স্যার অ্যাইজ্যাক নিউটনের নামানুসারে প্রতিষ্ঠা করেন Newton Publications। এটাও আজ স্বমহিমায় উজ্জ্বল। এছাড়াও তিনি কারিগরি ও ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য করেছেন Newtech নামের পৃথক প্রতিষ্ঠান।
তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো থেকে প্রকাশিত বইগুলো আজ দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাঠ্যবই হিসেবে পড়ানো হচ্ছে। শিক্ষক মহলে বইগুলো ব্যাপকভাবে সমাদৃত। অন্যদিকে তিনি অনেক সামাজিক ও জনকল্যাণমূলক সংস্থাতে নিজেকে নিয়োজিত রেখেছেন। দেশকে সামাজিক ও অর্থনৈতিকভাবে অগ্রগতির পথে পরিচালনার জন্য একটি শিক্ষিত প্রজন্ম তৈরি করাই তার একমাত্র লক্ষ্য।