Global Affairs

গ্লোবাল অ্যাফেয়ার্স

ক্যারিয়ার ও তথ্যভিত্তিক মাসিক গ্লোবাল অ্যাফেয়ার্স-এর পক্ষ থেকে শুভেচ্ছা। সঙ্কটাপন্ন বিশ্বে বাংলাদেশও যখন বেকারত্বের অভিশাপে আক্রান্ত ঠিক তখনই আমাদের যাত্রা শুরু। এ পরিস্থিতিতে বেকার যুবকদের পাশে দাঁড়াতে দায়িত্বশীলতার সঙ্গে নির্ভুল ও প্রাসঙ্গিক তথ্য যোগ করে তথ্যগুলো পাঠকের সামনে হাজির করাই আমাদের লক্ষ্য। সে ভাবনা থেকে আমরা শুরু করেছি গ্লোবাল অ্যাফেয়ার্স-এর সাথে নবযাত্রা। গ্লোবাল অ্যফেয়ার্স-এর সম্পাদকমণ্ডলী, লেখক, সমন্বয়কসহ যারা এ সাময়িকী তৈরি করবেন, তাদের সাথে ক্যারিয়ার প্রত্যাশী পাঠকের সেতুবন্ধনই আমাদের অভীষ্ট।

 
 

 

 

অভিজ্ঞদের পাশাপাশি তরুণ, সৃজনশীল ও উদ্যমী একদল কর্মী রয়েছে গ্লোবাল অ্যাফেয়ার্সের সাথে। অক্লান্ত পরিশ্রম করে তারা আনকোরা আয়োজনে সাজিয়ে তুলেছে প্রতিটি পাতা। সেগুলো আপনাদের পছন্দ হবে বলে আশা করি। আমাদের সহকর্মীদের প্রতি আস্থা রেখে সকলেই অভিভূত হওয়ার মতো সাড়া দিবেন, এমনটাই প্রত্যাশা। সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি আমাদের বিরাট প্রেরণা হিসেবে কাজ করবে। প্রতিদিন ইট গুঁজে গুঁজে অট্টালিকা গড়ার মতো, প্রতিটি শব্দকে প্রয়োজনীয় ও অর্থময় করে তোলার প্রক্রিয়া একটু একটু করে এগিয়ে নিতে হয়। আমরাও আমাদের এ চেষ্টা চলমান রাখবো কথা দিচ্ছি। বিষয়ে বৈচিত্র্য আনার পাশাপাশি নির্ভুল সাময়িকী প্রকাশের সব চেষ্টাই আমাদের আছে, থাকবে। তারপরও আপনারা আপনাদের পছন্দ-অপছন্দ, ভালো লাগা-মন্দলাগার বিষয়টি আমাদের জানাবেন। আমরা আশা করছি পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে পাঠকপ্রিয় মাসিক সাময়িকী হিসেবে গড়ে উঠবে গ্লোবাল অ্যফেয়ার্স।